ইসলামপুরে একদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

জামালপুর দর্পণ ডেস্কঃ

জামালপুরের ইসলামপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ, ঢাকা-এর অধীনে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSI) স্কীমের আওতায় সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মামুন-অর- রশিদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আবদুন নাসের বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক আখন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারী ইভা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামপুর জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কীমের আওতায় উদ্দীপনা প্রাপ্ত উপজেলার ১৮টি প্রতিষ্ঠানের সভাপতি ও ৮২টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় মানসম্মত মাধ্যমিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে পাঁচ বছর মেয়াদী সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম(SEDP) গ্রহণ করেছে যা ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২২ ২৩ অর্থবছরে বাস্তবায়িত হবে। এই কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ২০,৩০০টি সাধারণ স্কুল, ৯,৪০০ টি মাদ্রাসা এবং ১,১৯০ টি ভোকেশনাল ইউনিটসহ সাধারণ স্কুলের ৩,৫৭,০০০ জন শিক্ষক এবং ১৩ মিলিয়নের অধিক শিক্ষার্থীর সুবিধা প্রাপ্ত হবে।

এসইডিপি এর প্রাক্কলিত খরচ ১৭.২ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ব ব্যাংক এবং এশিয়ান উন্নয়ন ব্যাংক সহ উন্নয়ন সহযোগী সংস্থা থেকে সহায়তা নিয়ে প্রাথমিকভাবে সরকারি উৎস থেকে অর্থায়ন করা হবে। উক্ত স্কিমে বিশ্ব ব্যাংকের ৫১০ মিলিয়ন মার্কিন ডলার, এশিয়ান উন্নয়ন ব্যাংকের ২২৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা এবং গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি এর ১০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান রয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, শিক্ষক ও শিক্ষার্থীদের কর্ম সম্পাদন দক্ষতার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে বেশ কিছু অনুদানের পরিকল্পনা গ্রহণ করেছে এসইডিপি। এর মধ্যে কিছু দারিদ্রতার মানদণ্ডের ভিত্তিতে, কিছু প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এবং কিছু কর্ম দক্ষতার উপর ভিত্তি করে সাজানো হয়েছে।

প্রধান অনুদান গুলো হলো সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের জন্য সমন্বিত উপবৃত্তি, সুবিধা বঞ্চিত প্রতিষ্ঠানের নন-এমপিওভক্ত শিক্ষকদের জন্য প্রণোদনা, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সামগ্রী অনুদান, পারফরম্যান্স ভিত্তিক অনুদান, পাঠ্যাভাস কর্মসূচি, বাছাইকৃত প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান এবং ব্যবহারিক বিজ্ঞান বিষয়ে অতিরিক্ত শ্রেণী শিক্ষকদের নিয়োগ ও বেতন অনুদান, বয়োঃসন্ধিকালীন শিক্ষার্থী প্রোগ্রাম (ASP) এর অধীনে ছাত্রীদের জন্য অনুদান ইত্যাদি। অনুদান সমূহ বাস্তবায়ন করার জন্য প্রোগ্রামের আওতায় বেশ কিছু স্ক্রিম নেওয়া হয়েছে। এর মধ্যে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস” (PBGSI) একটি উল্লেখযোগ্য স্কিম।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment