সরিষাবাড়িতে এডিপিপি শহীদ স্মৃতি প্রতিভাবান শিশু অন্বেষণ প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ 

জামালপুরের সরিষাবাড়িতে এডিপিপি শহীদ স্মৃতি প্রতিভাবান শিশু অন্বেষণ প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সরিষাবাড়ি উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সার্বিক সহযোগীতায় আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহাব্বায়ক আবুল কালাম আজাদ বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ি-৪ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ।

এ সময় আরও বক্তব্য রাখেন সরিষাবাড়ি পৌর মেয়র মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সরিষাবাড়ি উপজেলা শাখার সভাপতি ফরিদুল হক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য এস এম সেলিম মাহমুদসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত সকলের মাঝে প্রফেসর আব্দুর রশিদ আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে আবারও নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

পরে উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেস ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment