স্টাফ রিপোর্টারঃ
বৈশাখ মাস চলছে। কৃষকের ধান ক্ষেত ভরে উঠেছে পাকা ধানে। তবে আবহাওয়ার তারতম্যের কারণে যে কোন সময় হতে পারে কালবৈশাখীর ঝড়।তেমনি ঝড়ের আশংকায় জমির পাকা ধান কেটে দিলেন মেষ্টা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকে মেষ্টা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জাকিউল ইসলাম মিলনের নেতৃত্বে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেন যুবলীগের নেতাকর্মীরা। এতে মুখে হাসি ফুটেছে কৃষকদের মাঝে।
এসময় কৃষকরা মেষ্টা ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।পাশাপাশি তারা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আ’লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধান কাটার বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জাকিউল ইসলাম মিলন বলেন, কালবৈশাখীর ঝড়ের কারণে যাতে করে কৃষকের পাকা ধান নষ্ট না হয় সেজন্য কৃষকের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেয় মেষ্টা ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মীরা।
উল্লেখ্য, কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে সাড়া দিয়ে গত বছরের মতো এই বারো দেশের সব জেলাতে গরীব অসহায় হতদরিদ্র কৃষকদের ধান কেটে পৌঁছে দিচ্ছে সংগঠনের নেতাকর্মীরা।
0 $type={blogger}:
Post a Comment