কলকাতা প্রতিনিধি:
সেফটি ট্যাংকের কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃ’ত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুর থানার নতুন গ্রামে। ভীমপুর থানা সূত্রে জানা গেছে, নতুন সেফটি ট্যাংকের ঢালাইয়ের কাজ শেষ হয়েছে, সেন্টারিং-এ তক্তা খোলা হচ্ছিল, সেই সময় ভিতর শ্রমিকরা প্রথমে একজন কাজ করার পর, তার কোন সাড়া না পাওয়ায় ,দ্বিতীয় জন নামে সেফটি ট্যাঙ্কে।
এর ভেতরে তারও সাড়া না পাওয়ায় তৃতীয় জন নামে সেফটি ট্যাংকে, তিনজনের কারোর কোন শব্দ না পাওয়ায় অন্য যারা শ্রমিক ছিলেন, তারা চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা আসেন এবং সেপটিক ট্যাংক ভাঙ্গার চেষ্টা করে। ঘটনা স্থলে ভীমপুর থানার পুলিশ পৌঁছানোর সঙ্গে সঙ্গে, জি সি পি নিয়ে আসেন ঘটনাস্থলে। জিসিপি দিয়ে ট্যাংক ভেঙে তিনজনকে উদ্ধার করে কৃষ্ণনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভীমপুর থানার নতুন গ্রামের দীপক বিশ্বাসের বাড়িতে কাজ করছিল ওই শ্রমিকরা, যারা মারা গেছেন, তাদের নাম শুভেন্দু দে (২৫) , সুমন বিশ্বাস (২৫) ,অমৃত বিশ্বাস (৩২) বছর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং শোকের ছায়া নেমে আসে। কি কারনে এই ঘটনা ঘটলো, পুলিশ তদন্ত করছে ।
0 $type={blogger}:
Post a Comment