মেলান্দহ প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে ৫ বছরের শিশু ধ’র্ষ’ণ চেষ্টার মামলায় জাহিদুল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ । ১২ এপ্রিল বুধবার বিকালে ডিএমপির খিলগাঁও থানাধীন নন্দীপাড়া শশুরের ভাড়াবাসা থেকে গ্রেফতার করে। জাহিদুল মেলান্দহ পৌরসভার দক্ষিন নয়ানগর এলাকার কালামের ছেলে।
থানা সুত্রে জানা যায়, শিশু ধ’র্ষ’ণ চেষ্টা মামলার আসামী ঢাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ও মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার এর দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার খিলগাঁও থানাধীন নন্দীপাড়া শশুরের ভাড়া থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন – শিশু ধ’র্ষ’ণ চেষ্টা মামলার আসামী জাহিদুলকে গ্রেফ’তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ রাত ৮ টার দিকে শিশুটিকে জাহিদুল পাশের ঘরে ডেকে নিয়ে যায়। ঘরে নিয়ে ধর্ষণে চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার করলে প্রাণ নাশের হুমকি দেয় । পরে শিশুটিকে ছেড়ে দিলে নানার ঘরে এসে মাকে বললে বিষয়টি জানাজানি হয়। পরদিন শিশুটির মা বাদী থানায় মামলা দায়ের করে।
0 $type={blogger}:
Post a Comment