মেলান্দহে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা; থানায় মামলা দায়ের

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদুল (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে। জাহিদুল মেলান্দহ পৌরসভার দক্ষিন নয়ানগর এলাকার কালামের ছেলে। শিশুটি অভিযুক্তের সম্পর্কে ভাগ্নি হয়।

শিশুটির নানা হাসেন আলী জানান, গতকাল শুক্রবার (৩১ মার্চ) রাত ৮ টার দিকে তার নাতিকে জাহিদুল পাশের ঘরে ডেকে নিয়ে যায়। ঘরে নিয়ে ধর্ষণে চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার করলে প্রাণ নাশের হুমকি দেয় ।

পরে শিশুটিকে ছেড়ে দিলে নানার ঘরে এসে মাকে বললে বিষয়টি জানাজানি হয়। রাতেই খবর পেয়ে মেলান্দহ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্তের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আতিকুর রহমান বলেন – ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment