রাজবাড়ী জেলা যুবলীগের কমিটি ঘোষণা মোঃ শওকত হাসান সভাপতি এবং নুরুজ্জামান মিয়া সোহেল সাধারণ সম্পাদক

রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী জেলা যুবলীগের ১৯ বছর পর নতুন কমিটি গঠন করা হলো। রাজবাড়ীতে আওয়ামী যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মো: শওকত হাসান কে সভাপতি এবং মো: নুরুজ্জামান মিয়া সোহেল কে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সন্ধায় সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো: মাইনুল হোসেন খান নিখিল।
রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। যুবলীগ সুত্রে জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করেন সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। নতুন এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ কর্মীরা বলছেন ভালো দুজন নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দানি জানান রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলা তিনটি পৌরসভা ও ৪২ টি ইউনিয়ন যুবলীগকে শক্তিশালীকে সম্মেলন মাধ্যম দিয়ে নতুন নেতৃত্ব বের করে প্রত্যেকটা ইউনিটকে শক্তিশালী করতে হবে।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment