কলকাতা প্রতিনিধিঃ
বেসরকারি ব্যাংক থেকে গ্রুপ লোন নিয়ে আত্মসাৎ এর অভিযোগে সাত সকালে বাড়ির গৃহবধূকে ইলেকট্রিকের পোস্টে বেঁধে বাড়িতে তালা লাগিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন উত্তপ্ত তমলুকের খারুই গ্রাম। তমলুক ব্লকের খারুই গ্রামের এক দ্রবধূকে গাছে বেঁধে বিক্ষোভ দেখান প্রতিবেশীরা।
প্রতিবেশীদের অভিযোগ , যে কম সুদে প্রলোভন দেখিয়ে প্রতিবেশীদের বেশ কয়েকজন মহিলাদের নিয়ে একটি গ্রুপ করেন। বেসরকারি ব্যাংক থেকে প্রায় এক কোটি টাকা লোন নেয় খারুই গ্রামের রেবতী বারী। তবে গ্রামবাসীদের আরো অভিযোগ যে, ওই লোনের টাকা আমরা আমাদের নামে লোন করলেও সে টাকা আমরা হাতে পাননি বলে অভিযোগ প্রতিবেশীদের।
দীর্ঘ পাঁচ বছর ব্যাংক থেকে লোন নিয়ে শোধ করেনি। এবার ওই ব্যাংক থেকে আমাদের নামে নোটিশ আসে। দ্রুত লোন শোধ করার, কিন্তু আমরা তো টাকা হাতে পায়নি। আমরা কেন লোন শোধ করব। আর সেই অভিযোগের ভিত্তিতেই রেবতী বারীকে ইলেকট্রিকের পোস্টে দড়ি দিয়ে বেঁধে বিক্ষোভ দেখায় এবং রেবতীর বাড়ি থেকে তার স্বামীকে বের করে তালা লাগিয়ে দেয় প্রতিবেশীরা।
রেবতীর অভিযোগ, কয়েক বছর ধরে গ্রুপের মেয়েদের নিয়ে বিভিন্ন ব্যাংক থেকে লোন করে দিই, আমরা প্রায় হাফ টাকা শোধ করে দিয়েছি, আর ৫০ লক্ষ টাকা বাকি রয়েছে। দলগতভাবে আমরা সবাই টাকা নিয়েছি। আমি ব্যক্তিগতভাবে টাকা নেইনি, এই নিয়ে এলাকা উত্তপ্ত এবং মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। তারা আমাকে ইলেকট্রিকের পোস্টে দড়ি দিয়ে বেধে রেখেছে এবং আমার স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দিয়েছে।
0 $type={blogger}:
Post a Comment