মেলান্দহ প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে নিখোঁ’জ অটোচালক নাজমুল হাসানের (১৫) মর’দেহ উদ্ধার করেছে পুলিশ। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, আজ সকাল ১০ টার দিকে রেকিরপাড়া এলাকার মরগাঙ্গি বিলে মর’দে’হ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে অটোচালক নাজমুল হাসানের (১৫) মর’দেহ উদ্ধার করে।
নামজুল মহিরামকুল গ্রামের আবুল হোসেনের ছেলে। গতকাল থেকে নিখোঁজ হয়। তার অটোরিকশাটি বাগবাড়ির জলাশয় থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। বিস্তারিত আসছে…………..
0 $type={blogger}:
Post a Comment