আজ থেকে শুরু হলো শৈবতীর্থ তারকেশ্বরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী সন্ন্যাসী বা গাজন মেলা

কলকাতা (ভারত) প্রতিনিধিঃ

আজ ১৬ ই মার্চ তারকেশ্বরের ঐতিহ্যবাহী গাজন মেলার শুভ সূচনা। গাজন মেলার প্রথম দিনেই ভক্ত সমাগমে ভরে উঠল শৈবতীর্থ তারকেশ্বর। রাজ্যের বহু জেলা থেকে এদিন ভক্তরা তারকেশ্বরে এসে ,বাবার মন্দিরের দুধ পুকুরে সান করে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে উত্তরীয় নিয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাস ব্রত পালনে নিয়োজিত হলেন।

আগামী এক মাস ধরে এই গাজন মেলা চলবে। বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা এই সময় এই তারকেশ্বরে এসে তাদের মনস্কামনা পূর্ণ করেন। ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে বাবার ভোগের পর ফল এবং রাতে হুব্বিশি খেয়ে সন্ন্যাস পালনে নিয়োজিত থেকে জীবনযাপন করবেন বলে জানা যায়।

এবিসি তারকেশ্বরের মন্দিরের পুরোহিত মন্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী বলেন, আমরা সব সময় ভক্তদের সাথে রয়েছি এবং যাতে সুস্থভাবে ভক্তরা এই একমাস যাবত মন্দিরে তাদের মনস্কামনা পূর্ণ করতে পারেন, আমরা নজর রাখছি। শুধু তাই নয় মন্দিরের চতুর্দিকে প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে নজরদারি চলছে। যাতে কোন রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।

দোকানদাররাও জানালেন , এই সময় বহু ভক্ত আসে, আমাদের দুটো বেচাকেনা হয়। দুটি বছর করোনার জন্য সেই ভাবে কেউ আসেনি, কারণ মন্দির বন্ধ ছিল। এ বছর আস্তে আস্তে ভিড় জমতে শুরু করছে। আশা করি এ বছর অনেক বেশি ভক্তের সমাগম ঘটবে। যে সকল ভক্তরা আসছেন তারা সুষ্ঠুভাবে বাবার পুজো দিয়ে ফিরছেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment