মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় আশরাফিয়া আদর্শ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মাওলানা বুরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডাঃ সৈয়দ ইউনুছ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সহ সভাপতি মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ (সিরাজী), বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ঝাউগড়া ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, আদ্রা ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র প্রার্থী লিয়াকত আলী, উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম প্রমূখ।
সম্মেলনে ২০২৩-২০২৪ সনের সভাপতি হিসেবে মাওলানা বুরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আজহারের নাম ঘোষনা করা হয়।
0 $type={blogger}:
Post a Comment