ইসলামপুরে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ইসলামপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়াম চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রসাশন, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন।

এছাড়াও ওয়াল্ড ভিশন এবং পারি সংস্থাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা আওয়ামী লীগ।
পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আবদুন নাছের বাবুল,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ হোসেন, ওসি (তদন্ত) আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস প্রমূখ।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment