নারায়ণগঞ্জ (রুপগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জে’র রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে রোডের কাঞ্চন এলাকা’য় ট্রাক ও প্রাইভেটকারে’র মুখো’মুখি সংঘ’র্ষে একজন নি’হ’ত হয়েছেন। আ’হ’ত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমা’নিক ৩৫ বছর। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস.আই) মো: শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী’র কুড়িল বিশ্ব’রোড থেকে ভুলতা গাউছিয়া’গামী যাত্রী’বাহী একটি প্রাইভেটকার কাঞ্চন ব্রিজে পৌঁছা’লে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার’টি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই এক যাত্রী নি’হ’ত হন।
এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরও তিনজন আ’হ’ত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এস.আই শফিক জানান, মর’দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের ম’র্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ এবং চালক শাকিল মিয়া’কে আ’টক করেছে।
0 $type={blogger}:
Post a Comment