কলকাতা প্রতিনিধিঃ
শ্রী রাহুল গান্ধী সাংসদ পথ খারিজের প্রতিবাদে সারা কলকাতা জুড়ে ধিক্কার সমাবেশ ও পথ অবরোধ করলেন জাতীয় কংগ্রেসের নেতাকর্মীরা। আজ ২৫ শে মার্চ শনিবার দুপুর দেড়টা থেকে শুরু হয় ওয়েস্ট বেঙ্গল প্রদেশ ইউথ কংগ্রেসের ধিক্কার দিবস ও পথ অবরোধ। বিভিন্ন জায়গা থেকে মিছিল করে ধর্মতলা ডরিনা ক্রসিং হাজির হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কুশ পুতুল কাঁধে নিয়ে স্লোগান দিতে দিতে ও হাতের টায়ার নিয়ে তারা এই প্রতিবাদে ও ধিক্কার মিছিল করেন।
তারা বলেন সবকিছু প্রধানমন্ত্রী চক্রান্ত, ইচ্ছে করে রাহুল গান্ধীকে সাংসদ পথ থেকে সরানো হয়েছে। আমরা কোনদিনও মেনে নেব না। জাতীয় কংগ্রেসের ছেলেরা যখন ডরিনা ক্রসিং এ টায়ার জ্বালতে যায়, পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি লাগে, এবং তারা ডরিনা ক্রসিং এর রাস্তা আটকে অবরোধ করলে পুলিশ সরানোর চেষ্টা করলে গন্ডগোল বেঁধে যায় এবং বেশ কয়েকজনকে এরেস্ট করতে বাধ্য হয়।
শুধু তাই নয় প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান, এবং তার ছবির উপর পা দিয়ে লাথি মারতে থাকেন ও স্লোগান দিতে থাকেন। প্রথমের দিকে পুলিশ প্রশাসন সহযোগিতা করলেও যখন দেখেন যে কোনোভাবেই তাদের কথা কর্ণপাত করছেন না, সেই সময় পুলিশ গিয়ে বোঝাতে গেলে তাদের সাথে ধস্তাধস্তি শুরু হয় এবং তাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয়।
এর ফলে বেশ কিছুক্ষন যান চলাচল বন্ধ হয়ে যায়,মানুষ রাস্তায় বিপাকে পড়ে।এই মিছিলে অংশ নেন স্টেট প্রেসিডেন্ট আজাহার মল্লিক ও কৌস্তুভ সরকার সহ অন্যান্যরা।
শুধু ধর্মতলায় অবরোধ নয়, রাজভবন থেকে শুরু করে আইএন টি ইউ সি সদস্যরা নোনাপুকুর ট্রাম ডিপোর সামনেও অবরোধ করেন ও বিক্ষোভ দেখান একই সময়ে।
0 $type={blogger}:
Post a Comment