কলকাতা প্রতিনিধিঃ
হাওড়ার মালি পাঁচঘোড়ায়র ঘুসুড়িতে লোহার স্ক্রাব কারখানায় সিলিন্ডার ফেটে ছয় জন শ্রমিক আহত হয়েছে। আজ বুধবার সকাল আটটা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এবং ৬ জন শ্রমিক গুরুতর জখম হয়। এদের মধ্যে সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন সকাল আটটা নাগাদ কাজ করছিল শ্রমিকরা। অক্সিজেন ও হাইড্রোজেন সিলিন্ডার দিয়ে লোহার জিনিস কাটছিল তারা। হঠাৎ ফুলকি থেকে আগুন লেগে যায় সিলিন্ডারে এবং বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে তারা, বিকট শব্দে এলাকার লোকজন ছুটে এসে জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, খবর দেয়া হয় দমকলে।
দমকলের দুটি ইঞ্জিনে এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, এই ঘটনায় পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এছাড়া অন্য একটি সূত্রে জানা গিয়েছে, এই কারখানায় বেআইনিভাবে পরিত্যক্ত গ্যাস সিলিন্ডারও কাটায় করা হতো, এদিন বিস্ফোরণের পরে কারখানার ভিতরে দেখা যায় দেহাংশ ছড়িয়ে রয়েছে, যা ঘিরে বিস্ফোরণের তীব্রতা বেশি বলে জানিয়েছেন পুলিশ, এ ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে।
0 $type={blogger}:
Post a Comment