সাতক্ষীরা প্রতিনিধিঃ
শ্যামনগরে স্কুল ছাত্রের রহস্যজনক মৃ’ত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নি’হ’ত ৭৫ নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রহিত দত্ত (১২)।
সে শ্যামনগর উপজেলা নকিপুর গ্রমের মৃত গোপাল দত্তের এক মাত্র পুত্র। জানা যায়, তার মা দোকান থেকে জুস ও বিষ কিনে এনে জুসের সাথে মিশিয়ে নিজ সন্তানকে খাওয়ান।
দোকানীরা বলেছে মৃ’ত শিশু রহিতের মা তাদের দোকান থেকে এগুলো কিনেছে। এ ঘটনায় অভিযুক্ত মৃত রহিতের মাকে আটক করা হয়েছে। তদন্ত শেষে মূল রহস্য উদঘাটন হবে।
0 $type={blogger}:
Post a Comment