মেষ্টা ইউনিয়ন আ'লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেষ্টা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে হাজীপুর বাজারে অস্থায়ী দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এ দিবসে আনন্দ-বেদনার মহাকাব্য যেদিন থেকে চিরকালের জন্য বইতে শুরু করল বাঙালির বুকে, মহান সেই স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। স্বাধীনতার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেছে দেশমাতৃকার জন্য আত্মদান করা বীর সন্তানদের।

স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করে। ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ জামিনুর ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রোকনের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজ, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিকী,
সাংগঠনিক সম্পাদক শামীম রেজা রিপন, ইউনিয়ন আ’লীগের সম্মানিত সদস্য সাংবাদিক মোঃ রোকনুজ্জামান রোকন, ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, ৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সমসের আলী, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক জাকিউল মিলন, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment