গণতন্ত্র আজ পুলিশের বুটের চাপায় পিষ্ট - ব্যারিস্টার কায়সার কামাল

জামালপুর দর্পণ ডেস্কঃ 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশে আজ মানবাধিকার বলতে কিছু নেই। মানবাধিকার আজ র‌্যাবের বুটের আঘাতে ক্ষত-বিক্ষত। আর গণতন্ত্র পুলিশের বুটের চাপায় পিষ্ট। দেশে আজ আইনের শাসন নেই। এই অবস্থায় একটা দেশ চলতে পারে না।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে জামালপুর জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, বিদ্যুতের দাম গত একমাসে তিন বার বাড়িয়েছে। এই টাকা কোথায় যাচ্ছে? কানাডার বেগম পাড়ায়। এই টাকা যাচ্ছে দুবাই, মালেশিয়া ও সিঙ্গাপুরে। আমরা যারা বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্স দিচ্ছি তাদের টাকা বিদেশে পাচার হচ্ছে।
তিনি আগামী দিনে সরকার পতনের আন্দোলনে বিএনপির পক্ষ থেকে যেকোন কর্মসূচি আসবে ওইসব কর্মসূচিগুলোতে সকল নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহবান জানান।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় যুবদলের সদস্য এডভোকেট সেলিম মিয়া ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন প্রমুখ। মানববন্ধনে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যখ নেতাকর্মীরা অংশ নেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment