ইসলামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
‘‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’’ এ স্লোগানকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল (এমপি)। শুক্রবার সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।
র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে এসেছে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জামান আবদুন নাছের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, এনজিও সংস্থা ওয়াল্ড ভিশন, পারি, উন্নয়ন সংঘ, ইসলামিক রিলিফ এর কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment