নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এ সরকারের আমলে স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসা গুলোতে নতুন নতুন বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করা হয়েছে। এ উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে রোলমডেল।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ ও কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, “আগের সরকার গুলো শিক্ষার্থীদের হাতে ছেঁড়াফাড়া পুরাতন বই তুলে দিত। অথচ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বছরের প্রথম দিনই সারা দেশের সকল শিক্ষার্থীর হাতে চকচকে ঝকঝকে নতুন বই তুলে দিচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী। সে সময়, তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তব রূপ পেতে চলেছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের জন্য লেখাপড়া ও ব্যক্তিগত জীবনযাপনে অভিভাবকদেরকে বিশেষ নজর রাখতে হবে। পাশাপাশি শিক্ষকমন্ডলীকেও এ ব্যাপারে সজাগ ভুমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা, উপজেলা আ’লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ ফিরোজ ভুঁইয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, তারাবা পৌরসভা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন পান্নু, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার মেজবাউল হাসান মোকাররম, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফয়জুল কবির, রূপসী নিউ মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন সিকদার সহ অনেকে।
অপরদিকে, বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কালনী এলাকায় কালনী হিরনাল উচ্চ বিদ্যালয় ও ১৩ নম্বর হিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। সে সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করেছে। একের পর এক উন্নয়ন হয়েছে। অতীতে কোন সরকার এতো উন্নয়ন করেনি।
কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মারফত আলী’র সভাপতিত্বে এবং দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন আ’লীগ নেতা মোহাম্মদ মুকুল পাশা, দাউদপুর ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমা সহ অনেকে।
0 $type={blogger}:
Post a Comment