জামালপুর দর্পণ ডেস্কঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে সুলতানা আক্তার মিম নামের এক নারীর গলায় ওড়না পেঁচিয়ে আত্ম’হত্যা’র অভিযোগ ওঠেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার পূর্ব বিন্দুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নি’হতে’র পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, তালাকপ্রাপ্ত স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলায় বড় ভাই মিমকে মারধর করেন। এতে অভিমান করে তিনি আত্ম’হত্যা করেছেন।
জানা যায়, সাত মাস আগে উপজেলার ডাংধরা ইউনিয়নের পূর্ব বিন্দুরচর গ্রামের আবু সাঈদ আলীর মেয়ে সুলতানা আক্তার মিম গোপনে বিয়ে করেন ওই ইউনিয়নের বেপারীপাড়ার এক ছেলেকে। কিন্তু মেয়ের পরিবার তা মেনে নেয়নি।
ফলে বিয়ের মাস খানেক পর উভয় পরিবারের সম্মতিতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু সুলতানা আক্তার মিম তালাকপ্রাপ্ত ওই স্বামীর সঙ্গে গোপনে মোবাইল ফোনে কথা বলতেন। বিষয়টি তার পরিবারের লোকজনের নজরে এলে নিষেধ করা হয়। কিন্তু মিম এ নিষেধ না মেনে আবারও মোবাইল ফোনে কথা বলেন।
বিষয়টি নিয়ে বড় ভাই মামুন ক্ষিপ্ত হয়ে বোন মিমকে মারধর করেন। এ ঘটনায় তিনি অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্ম’হত্যা করেন বলে অভিযোগ ওঠেছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নি’হতে’র লা’শ উদ্ধার করে সানন্দবাড়ী পুলিশ তদন্ত-কেন্দ্রে আনে।
মিমের মা মমতাজ বেগম বিমলা জানান, বড় ভাই মিমকে শাসন করলে সে অভিমানে আত্ম’হত্যা করে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, এ বিষয়ে তদন্ত চলছে।
0 $type={blogger}:
Post a Comment