পিক'নিক করে বা'ড়ি ফে'রা হ'লো না দশম শ্রেণী'র ছাত্র সৈকতে'র

সাতক্ষীরা প্রতিনিধিঃ

স্কু’ল থেকে পিকনি’কে ঘুরতে গিয়ে আর জী’বিত অবস্থায় বা’ড়ি ফেরা হলো ব’ল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্য’মিক বিদ্যালয়ে’র দশম শ্রেণি’র ছাত্র মোঃ সৈকত হোসেনে’র। সৈকত ব’ল্লী মোঃ মুজি’বুর রহমান মাধ্য’মিক বিদ্যালয়ে বি’জ্ঞান বিভাগে দশম শ্রেণীর ছাত্র। যার রোল নম্বর ছিল ২৪।

সে আখড়া’খোলা গ্রামের আব্দুল গফ’ফার মো’ড়ল এর ছেলে। প্রত্যক্ষদর্শী সূ’ত্রে জানা যায়, বৃহস্পতি’বার সকাল ৭টার সময় ঐ স্কুলের শিক্ষক’মন্ডলী সহ প্রায় চার’শত ছাত্র-ছাত্রী বার্ষিক বনভোজনে’র উদ্দে’শ্যে রওনা দেয়। ভ্রমনের নির্দিষ্ট স্থান ছিল গোপাল’গঞ্জ টুঙ্গি’পাড়া, বাগের হাট। ভ্রমণ শেষে ঘরে ফে’রার পথে আনু’মানিক রাত দশটার দিকে ফরিদ’পুরের ভা’ঙ্গা ব্রিজের উপরে গাড়ি দাঁড় করায় । তখন অনেক শিক্ষার্থী ছবি উঠা’নোর জন্য ব্য’স্ত হয়ে পড়ে। সৈকতও ব্রি’জের একটা উঁচু জায়’গায় উঠে ছবি উঠানোর সময় ব্রি’জের উপর থেকে নি’চে পড়ে যায় এবং ঘটনা’স্থলে তার মৃ’ত্যু হয়।

বিষয়’টি নিশ্চিত করেন উক্ত স্কু’লের ভার’প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জামিলু’জ্জামান। তার মৃ’ত্যু’তে এলা’কায় শো’কের ছা’য়া নেমে এসে’ছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment