মেলান্দহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

মেলান্দহ প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে ‘স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ ” স্লোগানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় মুক্তমঞ্চ মাঠে এ প্রাণিসম্পদ ও সেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষনা দেন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গরব, তখন অনেকেই ব্যঙ্গ করেছেন, কিন্তু বর্তমান বাংলাদেশ এখন ডিজিটাল যুগে ঢুকে গেছে আপনারা সবাই তা দেখতে পারছেন।

প্রদর্শনীতে উপজেলার ৩০ টি খামার মালিক অংশগ্রহন করেন। প্রদর্শনীতে ফ্রিজিয়ান, শাহীওয়াল, ব্রাহমা সহ বিভিন্ন প্রজাতির গরু প্রদর্শন করা হয়েছে। এছাড়াও দুগ্ধ উৎপাদনকারী বিভিন্ন জাতের গরু,মহিষ প্রদর্শন করা হয়। এছাড়াও উন্নজাতের ছাগল,ভেড়া, কবুতর, ঘাস প্রদর্শন করা হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, মেলান্দহ উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি হাসমতুল্লাহ,উদ্যোক্তা শামীমা খাতুন প্রমূখ।

মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment