কে হতে যাচ্ছেন রাষ্ট্রপতি; দেখতে ক্লিক করুন

জামালপুর দর্পণ ডেস্ক:

বাংলাদেশে’র পর’বর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন আ’লীগের উপ’দেষ্টা পরিষ’দের সদস্য সাহাবু’দ্দিন চুপ্পু। আ’লীগের পক্ষ থেকে তাকে মনো’নয়ন দেওয়া হয়েছে। জাতীয় সংসদে আ’লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ’তা থাকার কারণে এ দলের পক্ষ থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হবে, তিনিই একক প্রার্থী হিসেবে বিনা প্রতি’দ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। সংসদের বিরোধী দল এ নির্বাচনে প্রার্থী দিচ্ছে না।

আজ সকা’লে মনোনয়’পত্র জমা দিয়ে বের হওয়ার সময় প্রতি’ক্রিয়ায় গণমাধ্যম’কে সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘সব’কিছু আল্লাহ’র ইচ্ছা। এখন কোনো প্রতি’ক্রিয়া নেই। সব সর্ব’শক্তিমান আল্লাহ’র ইচ্ছা।’

এদি’কে মনোনয়ন’পত্র জমা দেওয়ার পর আ’লীগের সাধারণ সম্পাদক ওবা’য়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে’র প্রাচীন’তম এবং ঐতিহ্য’বাহী রাজ’নৈতিক দল বাংলাদেশ আ’লীগ হিসেবে গণপ্রজা’তন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্র’পতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন’কে মনো’নয়ন প্রদান করেছে। আ’লীগের সভাপতি, আ’লীগের সংসদীয় দল গত ৭ ফেব্রু’য়ারি বৈঠকে সংসদী’য় দলের নেতা বঙ্গ’বন্ধু শেখ হাসিনার উপর যে দায়িত্ব অর্পণ করে’ছে, তিনি এ মনো’নয়ন চূড়ান্ত করেছেন।’

ওবায়’দুল কাদের সম্ভাব্য রাষ্ট্রপতি’র পরিচয় তুলে ধরে বলেন, ‘মোহাম্মদ সাহাবুদ্দিন পেশা’য় একজন আইন’জীবী এবং বর্ত’মানে বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য। তিনি ১৯৪৯ সালে পাবনা জেলা’য় জন্মগ্রহণ করেন। তিনি ইতোপূর্বে জেলা, সিনিয়র জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।’

এ’দিকে মোহাম্মাদ সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন উল্লেখ করেছেন আ’লীগ সাধারণ সম্পাদক। ১৯৮২ সালে তিনি বিসিএস ক্যাডা’র হিসেবে বিচার বিভাগে যোগ দান করেন। ১৯৯৫ সালে জুডি’শিয়াল সার্ভিস অ্যাসো’সিয়েশনে’র মহা’সচিব হিসেবে নির্বাচিত হন সাহাবুদ্দিন চুপ্পু।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment