মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরে’র মেলান্দ’হে বঙ্গ’মাতা শেখ ফজিলা’তুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব’বিদ্যালয় দিবস পা’লিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ে’র ৫ম প্রতি’ষ্ঠা বার্ষি’কী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলো’চনা সভা ও ২০২১-২২ শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রী’দের নবীন বরণ অনুষ্ঠা’নের আয়োজন করে।
নবাগত উপা’চার্য প্রফেসর ড. কামরুল আলম খানের সভাপতি’ত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ে’র প্রতি’ষ্ঠাতা ও বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।
বিশেষ অতিথি হিসে’বে বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ে’র ট্রেজারার ড. আব্দুল মান্নান খান, রেজি’স্টার সৈয়দ ফারুক হোসেন, ফিশারিজ বিভাগের চেয়ার’ম্যান ড. আঃ ছাত্তার, জামালপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেলা’ন্দহ উপজেলা পরিষ’দের চেয়ার’ম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জামালপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানু, মেলা’ন্দহ উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পা’দক মো. জিন্নাহ, মেলা’ন্দহ পৌর মেয়র আল’হাজ্ব শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পা’শা, মাদার’গঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিব’রিয়া কবির এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে’র আহবা’য়ক কাওছার আহমেদ স্বাধীন, যুগ্ম আহবায়ক ফকির এহসানুল ইর’ফান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে’র আয়ো’জন করা হয়।
0 $type={blogger}:
Post a Comment