জামালপুরে গলা'কেটে বৃদ্ধা মহিলা'কে হ'ত্যা'র ঘ'টনা'য় অভি'যুক্ত গ্রে'প্তা'র

জামালপুরে’র মেলা’ন্দহে উপ’জেলা’র ঝাউ’গড়া’য় গলা’কে’টে বৃ’দ্ধা মহিলা’কে হত্যা’র ঘটনা’য় অভি’যান চালি’য়ে অভি’যুক্ত প্রধান আ’সা’মী নি’হ’তের মে’য়ে জা’মাই আসা’দ মি’য়া (২৮)’কে গ্রেপ্তার করে’ছে র‍্যা’ব-১৪ এর একটি দ’ল।

বৃহস্পতি’বার (৯ ফেব্রু’য়ারী) দুপু’রে জামাল’পুর র‍্যা’ব কার্যাল’য়ে অনু’ষ্ঠিত সংবাদ সম্মেল’নে কোম্পা’নী কমা’ন্ডার স্কোয়া’ড্রন লি’ডার আ’শিক উজ্জা’মান এ তথ্য জানান।

 

সংবাদ সম্মেল’নে তি’নি আ’রো জানান, গত বুধ’বার ভো’রে মেলা’ন্দহ উপজে’লার টগার’চর মধ্য’পাড়া এলা’কার বা’সিন্দা আজি’জুল হ’ক তার গোয়া’ল ঘ’রে স্ত্রী মোছাঃ সুরা’ইয়া খাতুনে’র গলা’কাটা মৃত’দেহ প’রে থাক’তে দেখেন। এ ঘট’নায় ওই দিন’ই আজি’জুল হক বা’দী হয়ে মেলা’ন্দহ থানা’য় একটি হ’ত্যা মাম’লা দায়ে’র কর’লে র‍্যাব মামলাটি’র ছা’য়া ত’দ’ন্ত শুরু করে।

প’রে বি’ভিন্ন তথ্য উপা’ত্ত সংগ্রহ ও বিশ্লে’ষণ করে র‍্যা’বের একটি দল ওই দিন বিকা’লে মেলা’ন্দহ উপজেলা’র টুপ’কার চর এলা’কায় অভি’যান চালি’য়ে নি’হ’তের জা’মাতা মোঃ আ’সাদ মিয়া (২৮)-কে গ্রেপ্তা’র করেন। গ্রেপ্তার’কৃত আ’সাদ মিয়া ওই এলা’কার মোঃ রই’জ উদ্দিন মন্ড’লের ছেলে।

 

গ্রেপ্তার’কৃত আ’সাদ মিয়া র‍্যাবে’র নি’কট হ’ত্যার দায় স্বী’কার করে জানান, বি’য়ের পর থেকেই তার স্ত্রী নি’হ’তের মেয়ে মোছাঃ রো’কিয়া খাতু’নের (২২) সাথে তার না’না কারণে পারিবা’রিক কল’হ চলে আস’ছিল। এসব কলহে’র কারণ হিসে’বে তিনি তার শ্বাশুড়ি’কেই দা’য়ী করে সুযো’গ বুঝে সে’দিন ধারা’লো কাঁচি দিয়ে তা’কে হ’ত্যা করেন।

 

এ বিষয়ে মেলা’ন্দহ থানার ভার’প্রাপ্ত কর্ম’কর্তা (ওসি) দেলো’য়ার হোসেন জানান, গ্রেপ্তার’কৃত আসাদ মিয়া’কে র‍্যাব থানায় সো’পর্দ করেছে। জিজ্ঞাসা’বাদ শেষে আদাল’তের মাধ্যমে থা’না থেকে তাকে জে’ল হাজ’তে প্রের’ণ করা হবে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment