দেশের সাধারণ মানুষ তাদের জীবন চালা'তে হিম'সিম খাচ্ছে; নজরুল ইসলাম খান

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্ম’সূচি ও সরকার বিরো’ধী যুগপৎ আন্দোলনে’র অংশ হিসেবে সারাদেশে’র ন্যায় ইসলাম’পুর উপ’জেলা বিএনপি’র ইউনিয়ন পর্যা’য়ে বিএনপি’র পদ’যাত্রা কর্ম’সূচি পালন করা হয়ে’ছে। শনিবার (১১ ফেব্রু’য়ারী) বিকালে ১২ ইউনিয়ন ও পৌর বিএনপির আয়োজ’নে উপজেলার স্ব স্ব ইউনিয়নে’র সমন্বয়ে আলাদা আলাদা পদ’যাত্রা বের করা হয়।
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, লবণ, আটা’সহ নিত্য প্রয়োজ’নীয় দ্রব্য, সার, জ্বালানি তেলসহ কৃষিপণ্যে’র মূল্য’বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুন’রুদ্ধার, খালেদা জিয়া’সহ নেতাকর্মী’দের মুক্তি ও গণতন্ত্র বিরো’ধী সরকারের পদত্যাগ’সহ ১০ দফা বাস্তবায়’নের দাবিতে এ কর্মসূচি অনু’ষ্ঠিত হয়।
কুল’কান্দি ইউনিয়ন বিএন’পি আয়োজিত সভা’পতি নুর ইসলামের সভাপতি’ত্বে পদযাত্রা কর্মসূচি’তে প্রধান অতিথি হিসে’বে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমি’টি সদস্য নজরুল ইস’লাম খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতি’দিন নিত্য পণ্যের দাম বেড়েই চল’ছে। দেশের সাধারণ মানুষ তাদের জীবন চালা’তে হিম’সিম খাচ্ছে। যারা গরীব, কৃষক, যাদের শ্রমের বিনি’ময়ে আজ আমরা বাংলাদেশ পেয়ে’ছি তাদের প্রতি নজর না দিয়ে বড় বড় ব্রীজ, রাস্তা-ঘাট, দালান কোঠা নির্মাণ করে নিজে’দের পকে’ট ভর্তি করে তারা বলছে দেশে’র উন্নতি হয়েছে। উন্নতি হয়ে’ছে শুধুমাত্র আওয়ামী নেতা’কর্মীদের।
জনগণ’কে সাথে নিয়ে যদি আপ’নারা ক্ষমতায় টিকে থাকেন ভালো কথা যদি জনগ’ণের অধিকার খর্ব করার অপ’চেষ্টায় মেতে উঠেন তাহলে আপনা’দের ক্ষমতায় থাকার প্রয়ো’জন নাই। মানুষ শান্তি’তে বাঁচতে চায় । তিনি আরোও বলেন, মানুষের অধি’কার ছিনি’য়ে নিয়ে বেশি দিন ক্ষম’তায় থাকা যাবে না। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, লবণ, আটা’সহ নিত্য প্রয়োজ’নীয় দ্রব্য, সার, জ্বালানি তেল, কৃষিপণ্যের মূল্য’বৃদ্ধি ,গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়া’সহ নেতা’কর্মীদের মুক্তি ও গণতন্ত্র বিরোধী সর’কারের পদত্যাগ’সহ ১০ দফা বাস্তবায়’নের জন্য সামনের দিনগুলো’তে বিএনপি’র আন্দোলন’কে আরোও শক্তি’শালী করে গড়ে তোলার জন্য সকল নেতাকর্মী’দের প্রতি আহবান জানান তিনি। এ সময় উপ’স্থিত ছিলেন উপ’জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আল’হাজ্ব সুলতান মাহ’মুদ বাবু, জেলা বিএনপি’র সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহা’নী বিপুল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম ন’বাব, সাবেক যুগ্ম আহবা’য়ক একে এম শহিদু রহমান, পৌর বিএনপি’র সভাপতি রেজাউল করিম ঢালী, উপ’জেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পা’দক এড. হোসেন রেজা বাবু ও পৌর বিএনপি’’র সাধারণ সম্পা’দক জাকির হোসেন ও এছাড়াও একই দিনে উপ’জেলার সকল ইউ’নিয়ন বিএনপি অঙ্গ ও সহ’যোগী সংগঠন এ কর্ম’সূচি পালন করে।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment