সরকারি জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন শিক্ষামন্ত্রীর

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি (এম.পি) সরকারি সফরসূচির অংশ হিসেবে সরকারি জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন। রবিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় অত্র স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি (এমপি)।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো ফরিদুুল হক খান দুলাল (এম.পি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারি ইভা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, অধ্যক্ষ মো: জামাল আব্দুল নাসের চৌধুরী, অত্র স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো: আব্দুল লতিফ সরকার, শিক্ষক প্রতিনিধি মোসা: নাজমুন নাহার, মো: খলিলুর রহমান, মোহাম্মদ শাহীন শাহ, সিনিয়র শিক্ষিকা কামরুন নাহার, রাবেয়া বেগম, সিনিয়র শিক্ষক মো: শামছুল আলম, মোহাম্মদ আব্দুর রহিম, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ সাজ্জাদ হুসেন, মো: রুহুল আমিন, অফিস কর্মকর্তা মো: তারেক হোসেন, মো: শাহজাহান কবির প্রমুখ।

শিক্ষামন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম। অত্র প্রতিষ্ঠানের স্কাউটস শিক্ষক জেসমিন আক্তার, সাহেলী শিরিন, মিনা খানমের তত্ত্বাবধানে শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি (এমপি)-কে গার্ড অব অনার প্রদান করে অত্র স্কুল এন্ড কলেজের গার্লস গাইড।

পরে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং শিক্ষার্থীদের অনুরোধে তাদের সাথে সেলফিতে ছবি তোলার জন্য অংশগ্রহণ করেন।

এর আগে শিক্ষামন্ত্রী ইসলামপুর এম.এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ, ইসলামপুর সরকারি নেকজাহান পাইলট মডেল হাইস্কুল এবং সরকারি ইসলামপুর কলেজও পরিদর্শন করেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment