বকশীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

পরিসংখ্যান বিদ আব্বাস আলীর সঞ্চালনায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, মেডিকেল অফিসার ডা. এমএইচকে মুনিম সুপ্ত, মেডিকেল অফিসার ডা. রিয়া সাহা , উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি রাজ্জাক মাহমুদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ইপিআই কর্মকর্তা রমজান আলী, সাংবাদিক মতিন রহমান, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, সাংবাদিক শাহনাজ পারভীনসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি  (সোমবার) দিনব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলার ১৬৯ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
৩৩৮ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে মোট ২৭ হাজার ৮৫১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment