ফরিদপুরে একই পরিবারে'র ৫ সদস্যে'র ইসলাম ধর্ম গ্রহণ

জামালপুর দর্পণ ডেস্ক: 

একই পরিবারে’র ৫ সদস্য এক’সাথে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে’ছে বলে জানা গেছে। ঘটনা’টি ঘটেছে ফরিদপুর সদরে। শুক্র’বার (৩ ফেব্রুয়ারি) ধর্মান্ত’রিত পরিবারে প্রধান ঘোষণা’কারী বর্তমানে মোসা: রাবেয়া বেগম (সাধনা রানী) এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ১৯ জানু’য়ারি ফরিদপুর জজ’কোর্টে নোটারী পাবলিকে’র কার্যাল’য়ে হাজির হয়ে সনা’তনধর্ম ত্যাগ করে পরিবা’রের ৫ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এরা হলেন পূর্বের নাম সাধনা রানীর পরিবর্তে মোসা. রাবেয়া বেগম, জয় মালোর পরিবর্তে মো: সেখ সাদ, বিজয় কুমার মালোর পরিবর্তে মো: সেখ ইব্রাহিম, অজয় কুমার মালোর পরিবর্তে মো: সেখ আফিফ, অমৃতার পরিবর্তে ফাতিমাতুজ জোহরা।

রা’বেয়া জানান, আমরা যে এলাকায় বস’বাস করি সে এলাকার মুসলমান’রা খুবই ভাল ও দয়া’বান। দীর্ঘদিন যাবৎ তাদের সমা’জে মিলে মিশে বুঝতে পারলাম ইসলাম একটি শান্তি’র ধর্ম। এই ধর্ম সম্প’র্কে জেনে শু’নে আমরা স্ব-ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করি।

ফরিদ’পুর পৌরসভা’র ১৭ নম্বর ওয়ার্ডে’র কমিশ’নার মো: আফ’ছার মন্ডল বলেন, বিষয়টি শুনে খুশি হয়ে’ছি। এক সাথে একই পরিবারের ৫ জন মুসল’মান হয়েছে।

ফরিদপুর সদর উপ’জেলা নির্বা’হী অফি’সার মো: লিটন ঢালী বলেন, বিষয়’টি শুনে ভাল লাগলো, আমিও অবগত হয়েছি।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment