জয়নগর কৃপারামপুরে কওলাকৃত জমির গাছপালা কাটার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র কলা’রোয়া উপ’জেলার ১নং জয়নগর ইউনিয়নে’র কৃপারা’মপুর গ্রামে কওলা’সূত্রে কেনা ভোগ’দখলীয় জমির গাছপালা কাটার অভি’যোগ পাওয়া গেছে। চৌরাস্তা সংলগ্ন কৃপারামপুর গ্রামের মৃত মত’লেব আলী মোড়লের পুত্র মোঃ আব্বাস মোড়ল গাছপালা কেটে দিয়েছেন বলে জানা যায়।
বর্তমানে ঐ জমির মালিক নেয়ামত আলী মোড়লে’র পুত্র জাহাঙ্গীর। ৭১৫৬,৭১৫৭/২২ নং কওলা দলিল মূলে ১৩ শতক জমির মালিক বলে জানা যায়। সেই জমির গাছ’পালা কেটে দিয়েছে আব্বাস মোড়ল।

তথ্য সংগ্রহে আরো জানা যায়, গত ৩০ নভেম্বর ২০২২ সালে সাব কওলা দলিল মূলে পার্শ্ববর্তী চকজয়’নগর গ্রামের মৃত লোকমান মোড়লের পুত্র’দ্বয় আব্দুল সাত্তার ও আছমাতুল্ল্যা মোড়লের নিকট থেকে ৭২৬ নং খতিয়ানে ০৫/০৮/১৯৯৬ সালের ৩৯৮৮ নং কওলা’কৃত দলিলে’র তপ’সিল বর্ণিত সম্পতির ১৩ শতক জমি পৈত্রিক ও কওলা’কৃত দলিল থাকায় মোঃ জাহাঙ্গীর মোড়ল ক্রয় করেন।

এ বিষয়ে জমির মালিক জাহা’ঙ্গীর মোড়ল বলেন, আমি জমি কেনা’র পর থেকে জমির পাশে বসত’বাড়ি করে থাকা আব্বাস মড়ল জমির গাছ’পালা কাটাসহ নানা রকমভাবে ক্ষয়’ক্ষতি করে আসছে। আমি জমিতে গেলেই আব্বাস’সহ তার পরিবারের লোকজন আমাকে নানা’ভাবে গালি’গালাজ করে, ভয়’ভিতি দেখায়।

অথচ আমি জমির কাগজ’পত্র দেখেই মৃত লোক’মান হোসেনের ছেলে আব্দুল সাত্তার ও আসমা’তুল্ল্যার কাছ থেকে ১৩ শতক জমি ক্রয় করেছি।

আমি জমি কেনার পরই আব্বাস মোড়ল নানা’ভাবে আমাকে হয়’রানী করছে। নানা’ভাবে হুমকি-ধামকি দেয়। ফসলে’র ক্ষতি করে।

আব্বাস বলে, তুই আমার বাড়ির পাশে’র এই জমি কিনে’ছিস কেন। তুই না নিলে ওই জমি আমি কম টাকা’য় নিতে পারতাম। আমা’কে তারা কম টাকায় দিবে বলে রাজি হয়ে’ছিল কিন্তু তোর জালা’য় পারলাম না। তুই কিভাবে এখানে ফসল আ’বাদ করিস আমি দেখে নেব।

যার ফলে আজ আমার লাগানো গাছ’সহ নানা রকম ক্ষয়’ক্ষতি করেছে আব্বাস মড়ল। আমাকে অবৈধভাবে গালি’গালাজ করা, আমার জমির ক্ষয়’ক্ষতি করায় আব্বাস মড়লের বিচার চায়।

 

জমির কলা’গাছ সহ ক্ষয়’ক্ষতির বিষয়ে আব্বাস মোড়লের কাছে জানতে চাইলে, গাছ গাছলা কাটার সত্যতা স্বীকার করে বলেন, আমার বসতবাড়ির পাশের ১৩ শতক জমি আমি কিনতে চেয়েছিলাম। জমির মালিকগনের কাছে বাইনা ও করেছিলাম ঐ জমি আমার কাছে বিক্রি করার কথা ছিলো। জাহাঙ্গীর মোড়ল আমার দামের চেয়ে বেশি মুল্যে ঐ জমি কিনেছে। আমি তাকে বারন করেছিলাম তবু সে জমি বেশি দামে কিনে নিল।
আমি ঐ জমিতে মুসলিম হক সেবা আইনে আমানত করেছি, সেজন্য আদালতে মামলার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওই জমিতে গাছগাছালি লাগাতে পারবে না।

বিষয়’টি নিয়ে জমির বিক্রয় মালিক আব্দুল ছা’ত্তার বলেন, আমরা আমাদের ১৩ শতক জমি জাহাঙ্গীর মোড়লের নিকট বিক্রয় করে দিয়ে’ছি। আব্বাস মোড়লে’র সাথে আমাদের কথা হয়েছিল ঠিকই তবে বাজার মূল্য’ছাড়া জমির দাম অনেক কম দেওয়া’য় তাকে জমি দিতে পারে’নি।

এদিকে গ্রামের অনেক সাধারণ মানুষ বলেন, আব্বাস মড়ল ঐ জমির মালিক’গনের কোন ওয়ারেশ না তবে কি করে সে আমানত করবে। আমানত’দার হতে হলে তো জমির ওয়ারেশ’গন হতে হবে। এলাকার সুশিল সমাজ বলছে, বিষটি খুব বেশি জটিল না হলেও আব্বাস মড়ল জটিল’তা সৃষ্টি করছেন। এ বিষয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বা’র্থে সঠিক বিচার পাওয়ার জন্য জেলা প্রহশাস’কের হস্তক্ষেপ কামনা করছেন উভয় পক্ষ।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment