বকশী'গঞ্জে উপ'জেলা ভাইস চেয়ারম্যানে'র মুক্তি'র দাবি'তে মানব'বন্ধন অনু'ষ্ঠিত

 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরে’র বকশী’গঞ্জ উপ’জেলা পরিষ’দের ভাইস চেয়ার’ম্যান ও পৌর আ’লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদা’রের বিরু’দ্ধে মিথ্যা ও প্রতি’হিংসা মাম’লা প্রত্যা’হার এবং নি:শর্ত মুক্তি’র দাবি’তে মানব’বন্ধন অনু’ষ্ঠিত হয়েছে।বকশী’গঞ্জ উপজেলা’র সর্বস্ত’রের জনগণে’র ব্যানা’রে উপ’জেলা পরিষ’দের সামনে শুক্র’বার (৩ ফেব্রয়ারী) বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত মানব’বন্ধন অনু’ষ্ঠিত হয়।

মানব’বন্ধনে নিলা’খিয়া ইউ’নিয়ন পরিষ’দের চেয়ার’ম্যান নজরুল ইসলাম সাত্তারে’র সভাপতি’ত্বে এসময় বক্তব্য রাখেন উপ’জেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পা’দক জালাল উদ্দিন, সাবেক বন ও পরিবেশ বিষয়’ক সম্পা’দক ফজলুর রহমান খুদু, উপজেলা আ’লীগের সাবেক স’দস্য নজরুল ইসলাম, সাবেক সদস্য ইয়া’ছিন তালুকদার, উপজেলা ছাত্র’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছাইদুর রহমান লাল প্রমুখ।

মানব’বন্ধনে বক্তারা বলেন, রাজ’নৈতিক প্রতি’হিংসার বশ’বর্তী হয়ে উপজেলা আ’লীগের সভাপতি’র দায়ের’কৃত ডাকাতি মাম’লায় জুমান তালুকদার’কে ফাঁসানো হয়েছে। একটি মহলে’র ইশারায় আ’লীগকে ধ্বংস করা’র জন্য পাঁয়’তারা করা হচ্ছে।
তাই উপ’জেলা ভাইস চেয়ার’ম্যান ও পৌর আ’লীগের যুগ্ন আহবা’য়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদার’কে মিথ্যা মাম’লায় গ্রেপ্তার দেখা’নো হয়েছে। অবি’লম্বে তার মুক্তি’র দাবি জানান নেতা কর্মী’রা।

মানব’বন্ধনে জুমান তালুকদা’রের পরিবারের সদস্য, উপ’জেলা আ’লীগের সাবেক নেতৃবৃন্দ, ৭ টি ইউনিয়’নের আ’লীগের নেতা কর্মী ও প্রায় ৩ শতাধিক মানুষ উপ’স্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার রা’তে ঢাকার পঙ্গু হাসপাতালে’র গেট থেকে উপ’জেলা ভাইস চেয়ার’ম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান’কে আটক করেন জামালপুর গো’য়েন্দা শাখার (ডি’বি) সদস্য’রা।

বৃহস্পতি’বার একটি ডাকা’তি মামলা’য় তাকে জামাল’পুর কোর্টে প্রেরণ করলে আদা’লত তার জামিন না’মঞ্জুর করে জেল হাজ’তে প্রেরণ করেন। এর আ’গে ২৪ ডিসে’ম্বর রাতে উপ’জেলা আ’লীগের সভাপতি শাহীনা বেগমে’র নয়া’পাড়া গ্রামের বাড়ি’তে ডাকা’তির ঘটনায় অজ্ঞাত না’মীয় আসা’মি করে মা’মলা দা’য়ের করা হয়।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment