মেলান্দহ প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘ’র্ষে আমিনুল ইসলাম (৪০) নামে এক প্রাইমারি স্কুল শিক্ষকের মৃ’ত্যু হয়েছে। সুমন মিয়া (৩৮) নামে আরেক শিক্ষক আ’হ’ত হয়েছেন।
রবিবার দুপুর ২ঃ৩০ ঘটিকার সময় জামালপুর -দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। মৃ’ত স্কুল শিক্ষক আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেলতলী ঠোটাপাড়া এলাকার রমজান আলীর পুত্র ও দেওয়ানগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
আ’হ’ত সুমন মিয়া একই উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরপাড়া মজিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, জামালপুর জেলায় বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে করে দুজন শিক্ষক একসাথে দেওয়ানগঞ্জ ফিরছিলেন। মেলান্দহের ডেফলা ব্রিজ এলাকায় পৌঁছালে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আ’হ’ত হন।স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলামকে মৃ’ত ঘোষনা করে ও সুমন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নি’হ’ত আমিনুল ইসলামের ম’র’দেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
0 $type={blogger}:
Post a Comment