জামালপুর দর্পণ বিনোদন ডেস্কঃ
“আনন্দ লহরি পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২২” সেরা গায়কের মনোনয়ন পেলেন ফরিদপুরের কৃতি সন্তান গায়ক আকাশ মাহমুদ ও সেরা গীতিকার হিসেবে মনোনয়ন পেলেন আকাশ মাহমুদের পিতা জাকির হোসেন মাস্টার।
“প্রাণ বন্ধুয়া” গানের জন্য সংগীত বিভাগ থেকে প্রজন্মের সেরা গায়ক হিসেবে আকাশ মাহমুদকে ও “প্রেম না বুঝিয়া” গানের জন্য সংগীত বিভাগ থেকে সেরা গীতিকার হিসেবে আকাশ মাহমুদের পিতা জাকির হোসেন মাস্টারকে মনোনয়ন প্রদান করা হয়।
গত ৩১ জানুয়ারি ২০২৩ তারিখের ‘আনন্দ লহরী’ প্রকাশক জাহিদ শাওনের স্বাক্ষরিত এক পত্রে তাদেরকে মনোনয়ন পত্র পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে আকাশ মাহমুদ জামালপুর দর্পণকে বলেন, “আনন্দ লাহরি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২২” এ আমার এবং অবন্ত সিঁথি আপুর গাওয়া “প্রাণ বন্ধুয়া” গানটির জন্য সংগীত বিভাগ থেকে প্রজন্মের সেরা গায়ক হিসেবে আমি মনোনয়ন পেয়েছি ! এবং “প্রেম না বুঝিয়া” গানের জন্য সংগীত বিভাগ থেকে সেরা গীতিকার হিসেবে মনোনয়ন পেয়েছে আব্বু Jakir Hossain (জাকির মাস্টার)।
মনোনয়ন পাওয়াতেই আমরা খুশি আলহামদুলিল্লাহ !
এছাড়া তিনি রিপন মাহমুদ এর উদ্দেশ্যে বলেন, “Thanks to Ripon Mahmud ভাই”।
উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিনোদন ম্যাগাজিন “আনন্দ লহরী’র” একযুগ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২০২২ সালে দেশের সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন শাখায় সংগীতে বিশেষ অবদান রাখায় পারফমিং মিডিয়ার শিল্পীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে মনোনীতদের মধ্যে জুরিবোর্ডের বিচারে নির্বাচিত একজনকে পুরস্কৃত করা হবে।
0 $type={blogger}:
Post a Comment