জামালপুর দর্পণ ডেস্কঃ
জামালপুরের মেলান্দহের হাজরা’বাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে জননী বাংলা সাহিত্য সংসদের পঞ্চম প্রতিষ্ঠা’বার্ষিকী উদ্যাপন করা হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হাজরা’বাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে জননী বাংলা সাহিত্য সংসদে’র উদ্যোগে রচনা প্রতি’যোগিতা, আলোচনা সভা, কবিতার আসর ও দেশাত্ম’বোধক গানের আয়োজন করা হয়।
জননী বাংলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক খায়রুল আলম নয়নের সঞ্চালনা’য় ও প্রতিষ্ঠাতা-সভাপতি শাকিল আহম্মেদের সভাপতি’ত্বে স্বাগত বক্তব্য রাখেন জননী বাংলা সাহিত্য সংসদের উপদেষ্টা অধ্যাপক মাসুদুল হাসান সুমন হাজারী।
হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মৌমিতা, তৃষা আক্তার, লিজা মনি, আলো মনি, মাহিয়া-সহ অন্যান্যরা রচনা প্রতি’যোগিতায় অংশগ্রহণ করেন।
কবিতা আবৃত্তি করেন কবি ডা. মেহেদী ইকবাল, বাচিক শিল্পী জাকিরুল হক মিন্টু, কবি শফিকুল ইসলাম, কবি কামরুন্নাহার শিখা, কবি শেখ ফজল -সহ প্রমুখ আবৃত্তি’কার এবং হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আরবী, নুসরাত জাহান নুরা, জান্নাত, মেঘলা, সায়মা, লাবীবা, সুমী, তৃষা, বুসরা-সহ অন্যান্যরা।
দেশাত্ম’বোধক গান পরিবেশন করেন আমিনা, আরবী, রাবেয়া জান্নাত উষা, রুপালি, জোনাকি, সারা মনি, রহিমা, শামীমা, আলো, নুরী, তাইয়েবা, লামিয়া, নুসরাত, তাসনিম-সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নজরুল চর্চা কেন্দ্র যুগবাণী’র উপদেষ্টা মো. আমির উদ্দিন, হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আজিজ, হাজরা’বাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকশানা বেগম, আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও জননী বাংলা সাহিত্য সংসদের উপদেষ্টা কবি ফরহাদ হোসেন, কবি আমিনুল ইসলাম, কবি জাহাঙ্গীর আলম শাহ নুর, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কবি বিপ্লব সরকার, দেওয়াবাড়ী সাহিত্য প্রবাহের সম্পাদক হাবিবুর রহমান হাবিব-সহ অন্যান্য কবি-সাহিত্যিকগণ।
অনুষ্ঠানের শেষে জননী বাংলা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা-সভাপতি শাকিল আহম্মেদকে বই দিয়ে বরণ করে নেন কবি লিয়াকত হোসেন।
0 $type={blogger}:
Post a Comment