মেলান্দহে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

মেলান্দহ প্রতিনিধিঃ

জামালপুরে’র মেলান্দহ উপজেলা’র শ্যাম’পুর ইউনিয়’নে অবৈধ’ভাবে বালু উত্তোলন করায় আখলাক (৩২) নামে এক ভেকু মালিক’কে ৫০ হাজার টাকা জরি’মানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শ্যামপুর ইউনিয়নের প্রতাপজুগড়ী এলা’কায় বহ্মপুত্র নদী সংলগ্ন উঁচু জায়গা থেকে বালু উত্তো’লন করায় এ জরি’মানা করা হয় ।

ভ্রাম্য’মাণ আদা’লত পরিচা’লনা করেন উপ’জেলা সহকারি কমিশনার ভূমি জোহরা সুল’তানা যুথি। এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়’নের চেয়ার’ম্যান এস এম সায়েদুজ্জামান, ইউপি সদস্য ইসরাফিল প্রমূখ।

ভ্রাম্যমান আদালতে আইন শৃঙ্খলায় সহযোগিতা করেন মেলান্দহ থানার উপ-পরিদর্শক প্রভাষ চন্দ্র দাসের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য।

এ বিষয়ে সহকারি কমিশনার ভূমি জোহরা সুলতানা যুথি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক ভেকু মালিক’কে ৫০ টাকা জরিমানা করা হয়েছে। জন’স্বার্থে অভিযান অব্যাহত।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment