ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তা’বাদী দল (বিএনপি) ইসলামপুর সদর ইউনিয়ন বিএন’পি কর্তৃক আয়ো’জিত গ্যাস,বিদ্যুৎ,চাল,ডাল আটা’সহ নিত্য প্রয়োজ’নীয় দ্রব্য ও সার ডিজেল’সহ কৃষি উপকরণের লাগাম’হীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে গনতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মী’দের মুক্তিসহ ১০ দফা দাবি’তে পদ’যাত্রা ও পথসভা অনু’ষ্ঠিত হয়েছে।
সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম ডাবলু’র সভাপতি’ত্বে প্রধান অতি’থি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি জয়নাল আবে’দীন সরকার।
এ সময় জয়লান আবেদীন সরকার নেতৃত্বে পদযাত্রা ও লিফ’লেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
বিশেষ অতি’থি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ’বায়ক আলম সেখ, পৌর যুব’দলের যুগ্ম আহবায়ক এনামুল করিম ডে’ভিড, পৌর বিএনপি’র শ্রমিক নেতা আলী সরকার, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহ’বায়ক মোঃ আহমদ আলী, উপ’জেলা যুবদ’লের ধনো শেখ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রিফাত হোসেন।
এছাড়াও উপ’স্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মাসুদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম মেম্বার, সাংগঠ’নিক সম্পাদক গোলাম মোস্তফা সেলিম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্ত’ব্যে বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, লবণ, আটা’সহ নিত্য প্রয়ো’জনীয় দ্রব্য, সার, জ্বালানি তেল, কৃষিপণ্যের মূল্য’বৃদ্ধি ,গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াসহ নেতাকর্মী’দের মুক্তি ও গণতন্ত্র বিরোধী সরকারের পদত্যাগ’সহ ১০ দফা বাস্তবায়নের জন্য সামনের দিনগুলো’তে বিএনপি’র আন্দোলন’কে আরোও শক্তি’শালী করে তোলা হবে।
0 $type={blogger}:
Post a Comment