জামালপুর দর্পণ ডেস্কঃ
জামালপুরের ইসলামপুরে অবস্থিত শতবর্ষের প্রাচীনতম ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে অত্র স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়। অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডি সদস্য এডভোকেট মুহাম্মদ খাজা কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কামরুন নাহার, মহিলা শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মোসাঃ নাজমুন্নাহার, সহকারী অধ্যাপক নুরুন্নাহার বেগম, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ সাজ্জাদ হুসেন, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ আকরাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান। নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
0 $type={blogger}:
Post a Comment