ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের মৃত্যু বার্ষিক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সোহরাব হোসেনের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় ইসলামপুর প্রেসক্লাব হলরুমে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মো: মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন মো: কোরবান আলী, রহিমা আক্তার মুকুল, ইয়ামিন মিয়া, লিয়াকত হোসাইন লায়ন, ওসমান হারুনী, দোলন বিশ্বাস, এস.এম. হোসেন রানা, রোকনুজ্জামান সবুজ, হোসেন শাহ ফকির, ফারুক হোসেন, রফিকুল ইসলাম রঞ্জু, হাসর আলী, সুমন খন্দকার, আওয়াল সরকার প্রমুখ।

ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সকলেই মরহুম সোহরাব হোসেনের আত্নার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

স্মৃতিচারণ করে মরহুম সোহরাব হোসেনের ভাতিজা আওয়াল সরকার বলেন, ২০১৪ সালের এই দিনে প্রকৃতির চিরাচরিত নিয়মে তিনি আমাদের সবার মায়া ত্যাগ করে মহান রাব্বুল আল-আমিনের ডাকে সাড়া দিয়ে পাড়ি জমিয়েছেন পরপারে। আমি তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment