কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে রং মেরে বিকূত; প্রতিবাদে মানববন্ধন

 


মোঃ মামুন ভুইয়া, কিশোরগঞ্জ:

কিশোর'গঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও তার বড় ছেলে সৈয়দ আশ'রাফুল ইসলামের ম্যুরা'লের মুখমন্ড'লে কালো রং মেরে বিকূত করার ঘটনা ঘটেছে। রবিবার দিবা;গত রাতে বা সোম;বার ভোরে কোন এক সময় শহরের কালী'বাড়ি এলাকায় শহীদ সৈয়দ নজ'রুল ইসলাম চত্বরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।



জানা যায় রোব'বার দিবাগত রাতের কোনো এক সময় কিশোর'গঞ্জ শহরের কালী'বাড়ি এলাকার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ব'রে স্থাপিত মুক্তি'যুদ্ধ কালীন অ'স্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্র'পতি শহীদ সৈয়দ নজ'রুল ইসলাম ও তার বড় ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরা'ফুল ইসলামের ম্যুরা'লে রং লেপন করে বিকূত করা হয়। ঘট'নার খবর পেয়ে কিশোর'গঞ্জ জেলা প্রশাসক মোহা'ম্মদ আবুল কালাম আজাদ, সদর সার্কেলের অতি'রিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন হোসাইন, সদর মডেল থানার ইন'চার্জ মোঃ দাউদ, পৌর'সভার মেয়র মাহমুদ পারভেজ সহ কিশোর'গঞ্জ জেলা আওয়ামী'লীগের নেতা'কর্মীরা ঘটনা'স্থল পরি'দর্শন করেন।



সকালে বিষয়'টি নজরে আসলে দ্রুত রং মুছে ফেলা হয়েছে। তবে ইতোমধ্যে ম্যুরাল বিকূত করা ছবি দুটি সামা'জিক যোগা'যোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এতে শহর জুড়ে সমা'লোচনা সৃষ্টি হয়েছে। এর আগে ২০২১ সালের ৩০ জুলাই সৈয়দ আশ'রাফুল ইসলামের ম্যুরাল ভাঙচু'রের চেষ্টা করা হয় পড়ে সেখানে সি,সি, ক্যামেরা বসায় পৌর কর্তৃ'পক্ষ। এদিকে সোম'বার বিকালে এ ঘটনায় সৈয়দ নজ'রুল ইসলাম চত্ব'রে প্রতি'বাদ সভা ও মানবব'ন্ধন করেছে কিশোর'গঞ্জ জেলার সর্বস্ত'রের জনগণ ও আওয়ামী'লীগের সকল নেতা'কর্মীরা, মানব'বন্ধনে বক্তারা এ ঘটনায় প্রকূত দোষীদের দ্রুত গ্রেফতার করে আই'নের আওতায় আনার জন্য দা'বী জানান। সদর মডেল থানা'র অফি'সার ইন'চার্জ মোহাম্মদ দাউদ সাহেব বলেন, রবি'বার রাতে বা কুয়া'শাচ্ছন্ন ভোরে কে বা কারা এ ঘটনা ঘটি'য়েছে তা জানা যায়নি। যারা এ ঘটনা ঘটি'য়েছে তাদের বিরু'দ্ধে আইন'গত ব্যবস্থা নেওয়া হবে জানান।
Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment