মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ
বাংলাদেশ ছাত্রলী'গের গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী জামাল'পুরের ইসলামপুরে বিশাল বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠা'নের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার উপ'জেলা ছাত্রলী'গের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদ'ক্ষিণ করে স্থানীয় ঐতিহাসিক বটতলা চত্বরে এসে শেষ হয়। পরে বটতলা চত্বরে মঞ্চে উপ'জেলা ছাত্রলী'গের সভাপতি নুরে আজাদ ইমরানের সভাপতি'ত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী'লীগের সহ-সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, উপজেলা আওয়ামী'লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী'লীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক সরদার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাওন সরকার, ইসলামপুর শহর ছাত্রলীগের সভাপতি মোস্তা'ফিজুর রহমান শাকিল, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরু'জ্জামান মনিরসহ অনেকেই বক্তব্য রাখেন।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী'তে উপজেলা আওয়ামী'লীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রলীগের নেতা'কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলী'গের সাধারন সম্পাদক আলহাজ মিয়া।
মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল
ইসলামপুর, জামালপুর।
০৪.০১.২০২৩
0 $type={blogger}:
Post a Comment