জামালপুর দর্পণ ডেস্কঃ
এমপিওভূক্ত তৃতীয় শ্রেণি কর্মচারীদের পাঁচ দফা দাবি আদায়ে জামালপুরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকালে জামালপুর বাইপাস মোড়ে মা এন্টারপ্রাইজ এর ২য় তলায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নার্গিস নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল লতিফ খান, জুলমত আলী, তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দাস, আব্দুল কাদের, মাহফজুর রহমান রোমান, রিমল তালুকদার, আজিজুর রহমান, নেত্রকোনা জেলার সভাপতি সাইদুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা সহ-সভাপতি সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, ওয়াজেদ আলী, আবু বকর সিদ্দিক, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম সহ প্রমুখ।
কর্মচারীদের দাবিগুলো হলো তৃতীয় শ্রেণি কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরীবিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে, সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।
মত বিনিময় সভায় বক্তারা বলেন, দ্রুত পাঁচ দফা দাবি না মানলে প্রয়োজনে কঠোর কর্মসূচী দেওয়া হবে। এছাড়া বক্তারা আরো বলেন, দাবী আদায়ে অতি দ্রুত তারা কর্মবিরতি পালন করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জামালপুর জেলার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সরকার।
0 $type={blogger}:
Post a Comment