জামালপুরের মেষ্টায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন



মোঃ সুমন মিয়া, স্টাফ রিপোর্টারঃ


"শিক্ষা, শান্তি, প্রগতি" এই স্লোগান'কে সামনে রেখে জামালপুর সদর উপ'জেলার মেষ্টা ইউনিয়ন ছাত্র'লীগের উদ্যোগ ছাত্রলী'গের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন ইউনিয়ন ছাত্র'লীগের নেতাক'র্মীরা।


ছাত্রলী'গের প্রতিষ্ঠা বার্ষিকী উপল'ক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি'তে পুষ্পস্তবক অর্পন ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ'যাপন করে। 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিন'ব্যাপি নানা কর্ম'সূচি পালন করেন। বিকালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা শহিদ হয়েছে এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের ও শেখ হাসিনার নেক হায়াত দানে মিলাদ ও দোয়া মাহফি'লের আয়ো'জন করা হয়।

দোয়া ও মিলাদ মাহ'ফিল শেষে আলো'চনার আয়ো'জন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা আওয়ামী'লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সানোয়ার হোসেন সবুজ। 

এসময় তিনি বলেন যারা দেশকে নৈরাজ্য, সন্রাস কায়েম করতে চায় তাদের'কে শক্ত হাতে প্রতি'হত করতে হবে। এই দেশে কোন যুদ্ধাপরাধী'কে এই বাংলার মাঠিতে স্থান হবে না।

তিনি আরও বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী'লীগকে ভোট দিয়ে জননেত্রী, মমতা'ময়ী দেশরত্ন শেখ হাসিনাকে জয় করতে হবে। আর শেখ হাসিনার জয় হলেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপা'ন্তরিত হবে।


এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী'লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব মোঃ জামি'নুর ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রুকন, ইউনিয়ন আওয়ামী'লীগের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী, ইউনিয়ন যুব'লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম মিলন, কেন্দুয়া সাংগঠনিক ছাত্রলীগের শাওন খান, মেষ্টা ইউনিয়ন ছাত্র'লীগের ইকরামুল উদ্দোলা তাপস, সিরাজুল ইসলাম সালেকিন, ৬ নং ওয়ার্ড ছাত্র'লীগের সহ-সভাপতি মোঃ সুমন মিয়া।

 

উক্ত আলোচনা সভায় সভাপতি'ত্ব করেন ইউ'নিয়ন ছাত্রলীগের ভার'প্রাপ্ত সভাপতি মোঃ গোলাম মোস্তফা ও সঞ্চাল'নায় করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পা'দক মোঃ নাজ'মুল হাসান শিপন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment