জামালপুর প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জামালপুরে কর্মরত সাংবাদিকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত করোনাকালীন আর্থিক অনুদানের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে ।
গত রবিবার (২৯ জানুয়ারি) রাতে জামালপুর প্রেসক্লাব সম্মেলনকক্ষে এ চেক বিতরন করা হয়।
 জামালপুর প্রেসক্লাবের আয়োজনে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও চেক বিতরণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।
জামালপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি,জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাসহ সকল সাংবাদিকবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি বলেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর নেতৃত্বে এগিয়ে চলছে জামালপুর প্রেসক্লাব। তাদের নেতৃত্বে জামালপুর প্রেসক্লাবের এখন পর্যন্ত প্রায় ৫০ লক্ষ টাকা জেলার কর্তব্যরত সাংবাদিকদের মাঝে বিতরন করা হয়েছে। তিনি আরো বলেন, সাংবাদিক আর রাজনৈতিক নেতারা একে আপরের সম্পূরক। তাই আমার ভূল ধরিয়ে দিতে মন্দ কাজের সমলোচনা করতে বলেন তিনি। তিনি বলেন, মানুষ ভুলের উর্ধে নয়। ভালো ও মন্দের সমালোচনা হলে, আমি তা থেকে শিক্ষা নিয়ে, ভুল গুলি পেছনে ফেলে, আরো ভালো কাজ করার উৎসাহ পাবো।   সকল সদস্য ও সহযোগী সদস্যদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান তিনি।
উল্লেখ্য, জামালপুর প্রেসক্লাব আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে, ২০১৪ সালে প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রীর,  বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর অধিনে, অনুদানের জন্য আজ মোট ৩৫ জন সাংবাদিকদের এ চেক প্রদান করা হয়।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment