চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী'লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্ধিত সভা ৭ জানুয়ারি ২০২৩ শনিবার সকাল ১১টায় ১২২ আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংগঠনের আহবায়ক, বিশিষ্ট মৎস্যজীবী লীগ নেতা আলহাজ্ব সৈয়দ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. হাবিব উল্লাহ, এম এ সালাম, কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম, নজরুল ইসলাম মোস্তাফিজ, এ টি এম জসিম উদ্দিন, মো. সেহাব উদ্দিন, মো. আমিন চৌধুরী, কৃষিবিদ স্নেহজয় চৌধুরী টিটু, হানিফুল ইসলাম চৌধুরী, একরামুল হক বাবুল, কফিলুল করিম, মো. সাইফুল ইসলাম, মো. হোসেন উদ্দিন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে মৎস্যখাতের উন্নয়নে ও মৎস্যজীবীদের কল্যাণে নানা কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এর সুফল ভোগ করছেন মৎস্যজীবীরা। সভায় আগামী ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, আলোচনা সভা এবং সংগঠনের আগামী কর্মসূচিগুলোর আহবান আহবায়কের সিদ্ধান্তে পালন করার, সংগঠনবিরোধী কার্যক্রম বন্ধ করার, কেন্দ্রীয় কমিটির সাথে জেলা কমিটির সমন্বয়করণ, সংগঠনের সকল কর্মকর্তাদের সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন মুছা সিকদার, মো. নাছির উদ্দিন, বাবুল দাশ, মনোরঞ্জন দাশ, ইঞ্জিনিয়ার মো. এমরান, ছোটন সরকার, দীপক দে প্রমুখ।
0 $type={blogger}:
Post a Comment