রকিবুল হাসান, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশী'গঞ্জে পৌর শহরে অব'স্থিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষা'বর্ষের শিক্ষার্থী'দের নবীন বরণ ও ওরিয়েন্টে'শন ক্লাস শুরু করা হয়ে'ছে।
মঙ্গলবার ১১ টায় উক্ত প্রতি'ষ্ঠানে নবীন বরণ ও ওরিয়ে'ন্টেশন ক্লাস উদ্বো'ধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশী'গঞ্জ সরকারি কিয়া'মত উল্লাহ কলে'জের অধ্যক্ষ প্রফে'সর মোহাম্মদ নুরুল ইসলাম আব্দুল্লাহ।
শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চাল'নায় রহিমা সালাম স্কুল অ্যান্ড কলে'জের অধ্যক্ষ প্রফে'সর হাসান বিন রফিকের সভাপতি'ত্বে এসময় বক্তব্য রাখেন শেরপুর সর'কারি কলেজের সহ'কারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, উপা'ধ্যক্ষ কামরু'জ্জামান হেলাল, অভি'ভাবক আবু সাইদ, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক শাহীন আল আমিন প্রমুখ।
উপ'স্থিত বক্তারা উক্ত প্রতি'ষ্ঠানের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম'কে সাধুবাদ জানান মান'সম্মত এই প্রতিষ্ঠান স্থাপন করায়।
উল্লেখ্য ২০২৩ শিক্ষা'বর্ষে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩৫০ জন শিক্ষা'র্থী নিয়ে ক্লাস শুরু করা হয়।
ক্লাস উদ্বো'ধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি'বর্গ উপস্থিত ছিলেন।
রকিবুল হাসান
বকশীগঞ্জ,জামালপুর
০১৮৫১৫৫০৬৬৭
১০.০১.২০২৩
0 $type={blogger}:
Post a Comment