মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে জামালপুরের ইসলামপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০২৩ শিক্ষাবর্ষের ৩০৭টি প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বইবিতরণ করা হয়েছে।
রবিবার সকালে ইসলামপুর মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মো: ফরিদুল হক খান দুলাল (এমপি)।
উপজেলা নির্বাহী অফিসার মু: তানভীর হাসান রুমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ (বিএসসি), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা: শফিকুর রহমান শিবলী, ইসলামিক ফাউন্ডেশন জামালপুরের ফিল্ড অফিসার
মোবারক হোসেন ও উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ শহিদুল ইসলাম, মডেল কেয়ার টেকার মোঃ সাইফুল ইসলাম, সাধারণ কেয়ার টেকার আলতাফুর রহমানসহ মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষক মন্ডলী ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
0 $type={blogger}:
Post a Comment