জামালপুরে সক্রিয় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার



 মোঃ সুমন মিয়াঃ


জামালপুর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্ব  এস আই মোঃ আনোয়ার ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর পৌরসভাধীন টিউবওয়েরপাড় মোড় এলাকা হতে ডাকাতির প্রস্তুতি গ্রহনের সময় আসামী-১। মোঃ হাবিবুর রহমান হবি (৫২), পিতা-মৃত আঃ হক, মাতা-মৃত রশ খাতুন , গ্রাম-টুপকার চর নতুন, থানা-বকশীগঞ্জ, জেলা -জমালপুর, ২। মোঃ হামিদুল (৪০), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-মৃত হাজেরা খাতুন , গ্রাম- চাঁদগাঁও (দক্ষিনবাড়ী) , থানা-নালিতাবাড়ী, জেলা –শেরপুরদ্বয়দের গ্রেফতার করেন এবং ১০/১২জন পালিয়ে যায়। 

তাদের নিকট হতে ০১টি ট্রাক, ২টি লোহার বোল্ট, ০২টি লোহার পাইপ, ০১টি লোহার শাবল, ০১টি ডেগার, ১টি ছোরা, ০১টি কাচি, ১টি লম্বা দা, ০১টি লোহার প্লায়ার্স, ১টি হুইল রেঞ্ছ, ১টি বেঙ্গল, ০৩টি পুরাতন মোবাইল এবং ০১টি ত্রিপাল আলামতসহ উদ্ধার করেন। যার প্রেক্ষিতে জামালপুর থানার মামলা নং-৭৩, তারিখ-২৮/০১/২০২২ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। থানার রেকর্ডপত্র যাচাই বাছাই করে ১নং আসামীর বিরুদ্ধে চুরি, মাদকসহ মোট ০৭টি মামলা এবং ২নং আসামীর বিরুদ্ধে চুরি, অন্যান্যসহ ০৩টি মামলা আছে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment