ইসলামপুরে এমফোরসি প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্য সেবা দানকারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

 


আওয়াল সরকারঃ 

জামালপুরে'র ইসলাম'পুরে মেকিং মার্কেট'স ওয়ার্ক ফর দি চরস এনডিপি (এমফোরসি) প্রকল্পে'র আওতায় গর্ভ'বতী ও প্রসূতি মায়েদে'র স্বাস্থ্য সেবা  চরাঞ্চলে সম্প্রসারণে'র লক্ষ্যে জামালপুরের পাঁচটি উপ'জেলা ও কুড়িগ্রামের দুইটি উপজেলার ১৫ জন স্থানীয় স্বাস্থ্য সেবা কর্মী'দের নিয়ে অবহিত'করণ সভা অনুষ্ঠিত হয়েছে।  


বৃহস্পতি'বার দুপুরে ইসলাম'পুর প্রেস'ক্লাব  হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন  ইনো'ভেশন এন্ড নলেজ ম্যানেজমেন্ট এমফোর'সি এনডিপি প্রকল্পের কো অডি'নেটর সুজায়েত কবির।


এছাড়া বক্তব্য বক্তব্য রাখেন, এনডিপি এমফো'রসি প্রকল্পের ইন্টারভেনসন স্পেশালিস্ট শামছুল আলম, সুপার'ভাইজার সিডিআরসি আরডিএ আরিফ রাব্বানী এমফোরসি প্রকল্পের ফিল্ড অফিসারবৃন্দ।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment