মাদারগঞ্জে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন আরজুমান আরা মুক্তা



জামালপুর প্রতিনিধি:

শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা  জয়িতাদের সনদ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মাদারগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মির্জা আজম অডিটরিয়ামে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী  কর্মকর্তা ইলিশা রিসিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক প্রমুখ।

এসময় বক্তারা শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্য কে যথাযথ মূল্যায়ন করে নারী নির্যাতন প্রতিরোধে সবাই কে এক হয়ে কাজ করার আহবান জানান। পরে মাদারগঞ্জ উপজেলা পর্যায়ে অর্থনৈতিক ভাবে শ্রেষ্ঠ জয়িতার সনদ ও সম্মাননার স্মারক তুলে দেওয়া হয় আরজুমান আরা মুক্তা কে। এ ছাড়াও আরো ৪জন জয়িতার সনদ ও সম্মাননার স্মারক তুলে দেওয়া হয়।

জুয়েল রানা

জামালপুর।

১২.১২.২২ 


Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment